আসসালামু আলাইকুম।
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TwiceBD.xyz এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
আসা করি সবাই আল্লাহ তায়ালার রহমেতে ভালো আছেন। আর কোনো কথা বলব না। এবার মুল কথাই আসি।
আমি এই পোষ্টে বিজ্ঞান নিয়ে কিছু কথা বলব। কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন।
অনেকের ধারনা মাথা গরম পানি দিয়ে ধুলে নাকি চুল উঠে যায়, কথাটি কি বিজ্ঞান সম্মত???
হ্যা, অনেকটা তাই। তবে, চুল ঠিক উঠে যায় না। চুলের ও মাথার (ব্রেনের) ক্ষতি হয়। তাই কোনো সময় গরম পানি দিয়ে মাথা ধোয়া উচিত নয়। গরম পানি দিয়ে গোসল করা শরীরের পক্ষে উপকারি। তবা মাথা বাদ দিয়ে ধুতে হবে। গরম পানি দিয়ে গোসন করার সময় আগে ঠান্ডা পানি দিয়ে মাথা ধোয়া সবচায়ে উত্তম।
উঠলে ঘুম পাই কেনো?
ভরা পেটে খেয়ে ওঠার পরে দেখা যায়, খুব বেশি ঘুম পাচ্ছে। চোখ জড়িয়ে আসে, ঘুম ঘুম ভাব, মনে হয় একটু যেন গড়িয়ে নিতে পারলে ভাল হয়। অথচ খেয়ে ওঠার পরে কিছুক্ষণ কল্প গুজব করলে ঘুমটা কেটে যায়।
কিন্তু এখন প্রশ্ন খেয়ে উঠলে ঘুম পাই কেনো?
খাওয়ার পরে শরিরের মোট রক্তের একটা বড় অংশ অন্ত্রে চলে আসে। এটা আসে হজমে সাহায্য করারা জন্য। আবার এ রক্তের ভেতোর দিবে অক্সিজেন চলাচল করে। যার ফলে রক্তের অনেক টা অংশ অন্ত্রে চলে আসে। ফলে মস্তিষ্কে অক্সিজেন এর অভাবে অবসন্নতা বা ঘুম পাই। এ অভাব টা অবশ্য সাময়িক। সে কারনে খানিক্ষন বাদে ঘুম-ঘুম ভাব কেটে গিয়ে শরির আবার চাঙা হয়ে ওঠে।
শীতকালে মানুষের গায়ের চামড়া গিরমকান অপেক্ষা কিছুটা কালো দেখাই!!! এর কারন কি?
গরম কালে আমাদের শরিরে যে পরিমান আর্দ্রতা থাকে, শীতকালে সে পরিমান আর্দ্রতা থাকে না। শীতকালে শুষ্ক শীতল বায়ুর প্রভাবে শরিরের চামড়া আর্দ্রতা হারায় এবং কুচকে যায়। এজন্যে শীতকালে মানুষের গায়ের চামড়া কিছুটা কালো দেখায়।
চুল, দাড়ি ও নখ কাটলে ব্যাথা লাগে না কেনো?
চুল, দাড়ি ও নখ নীর্জীব কোষ দেয়ে তৈরি। এগুলোর মধ্যে স্নায়ুতন্ত্র নেই। এ জন্যে চুল, দাড়ি ও নখ কাটলে আমাদের ব্যাথা লাগে না।
আমি প্রতিদিন এরকম পোষ্ট করার চেষ্টা করব। তাই আমার সাথে থাকুন। আর কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন।
Credit By:- FIR OR FARHAD ISLAM
POSTED BY:- TipsBD24.XYZ
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TwiceBD.xyz এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন । ধন্যবাদ ।
Read More
গুড